
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
পিআর পদ্ধতি ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সরকার যদি জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে গণভোটের মাধ্যমে জাতীয় জুলাই সনদের বৈধতা নিশ্চিত করবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সুনামগঞ্জ জেলা আমীর ও সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
রোববার (১২ অক্টোবর) দুপুরে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। জেলা শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন, জাতীয় সংসদে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত, আওয়ামী সরকারের নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সমাবেশ পুর্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ ও পৌর জামায়াত আমীর আব্দুস সাত্তার মামুন প্রমুখ।
তারা বলেন, জুলাই জাতীয় সনদের বৈধতা ও পিআর ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়।