
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
শান্তিগঞ্জের পাগলা বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার পাগলা বাজারের মতিয়া সুপার মার্কেটে ভূমি সেবা সহায়তা কেন্দ্র শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, সহ সভাপতি অত্র কেন্দ্র পরিচালক এস এ খালেদের পিতা মখদ্দুছ আলী, উপজেলা যুবদল নেতা রনজিৎ সূত্রধর, মনসুর উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি নিত্যানন্দ পাল, পাগলা ইউনিয়ন ভূমি উপ-সহকারি বেলাল আহমদ, দলিল লিখক সমিতির সিনিয়র দলিল লিখক নজরুল ইসলাম, ছালাতুল ইসলাম, ছাদিকুর রহমান আতিক, আনর আলী,নেছার উদ্দিন, অত্র সেবা কেন্দ্রের পরিচালক এস এ খালেদ, শান্তিগঞ্জ ভূমি সেবা কেন্দ্রের পরিচালক আসলাম হোসেন মিলটন স্থানীয় গনমাধ্যমকর্মী সহ আরো অনেক।
উক্তসেবা কেন্দ্রে সরকার নির্ধারিত সার্ভিস ফি এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর,নামজারী খতিয়ান ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করা যাবে।