
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ শিবির আয়োজন করা হয়।
চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রুজেল আহমেদ ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনতা চক্ষু হাসপাতালের (প্রোগ্রাম অর্গানাইজার) কায়সার আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর মোঃ মসিউর রহমান
দিনব্যাপী এ শিবিরে শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাও ইউনিয়নের অনেক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা নেন। এবং যাদের অপারেশন প্রয়োজন, তাদেরকে পরবর্তী সময়ে জনতা চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জুবায়েল আহমেদ, আব্দুল বাঁচিত, শাহাদাৎ হোসেন পাশা, ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।