
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
শুক্রবার (১৯ ই ডিসেম্বর) বিকেল ৪:৩০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁওয়ের বীরগাঁও গ্রামের পূর্বপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ছাই হয়ে যাওয়া ০৭ টি পরিবারের পাশে দাঁড়ালেন শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন এর প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।
এসময় প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ০৭ টি পরিবারকে শিতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় শিতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এর সাধারণ সম্পাদক ও বর্তমান মেম্বার মোঃ ছাইম উদ্দিন,,(কো- অডিনটর) কল্যান ব্রত তালুকদার, সিনিয়র সদস্য মোঃ মিজানুর রহমান মাহিন, সদস্য মোঃ বশির আহমেদ, এবং ইউপি সদস্য মোঃ মাসুম আহমেদ।
এসময় সাধারণ সম্পাদক মোঃ ছাইম উদ্দিন বলেন, আজ আপনাদের এই কঠিন সময়ে, আমরা গভীর দুঃখের সঙ্গে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা যে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনাদের প্রিয় বাসস্থান, আপনাদের স্মৃতি, আপনাদের স্বপ্ন—সবকিছু এভাবে চোখের সামনে ছাই হয়ে যেতে দেখা এক অসহনীয় যন্ত্রণা।