সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর( সুনামগঞ্জ) ::
বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার ‘মামলা ফান্ড’ ইডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ প্রকল্পের আওতায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সহায়তা বৃদ্ধির জন্য নানা মুখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বোধবার সকাল ১১ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন কক্ষে বিশ্বম্ভর পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইরা সংস্থার ( ECN – 7 ) এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন, নেপাল থেকে আগত প্রতিনিধি ডাক্তার সামীর শ্রীবাস্ত ও ডাক্তার অনিল কানাল ,বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, পলাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন পাল, সোলোকাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, পলাশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমীর কান্তি দে, ধনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শমলা রানী, সলোকানাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজিত মৈত্র, বাতাকার দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক, বিশ্বম্ভর পুর প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিশ্বম্ভবপুর উপজেলা পরিষদের অজিত চন্দ্র দেব প্রমূখ।
সভায় বিশ্বম্ভরপুর উপজেলা পাঁচটি ইউনিয়নের পাঁচটি উচ্চ বিদ্যালয় থেকে দরিদ্র পরিবারের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা সহ নানা সহায়তার বৃদ্ধির জন্য আলোচনা করা হয়। উপজেলার প্রতিটি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সামাজিক বৃত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন, অত্র উপজেলার মাধ্যমিক শিক্ষার মান অন্তত খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এ থেকে উত্তরণের জন্য শিক্ষক, অভিভাবক,জনপ্রতিনিধ সকলের সমন্বয়ে মালালা ফান্ডের মাধ্যমে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন । তিনি আরও বলেন অত্র উপজেলার লেখাপড়ার মান উন্নয়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার খুব প্রয়োজন।
সভা পরিচালনা করেন ইরা মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম। সহযোগিতায় ছিলেন ইরা্ প্রকল্পের, (এফএফ) নীলুফা ইয়াছামিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ