
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা এবং সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সোহেল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) জাতীয় প্রকল্পের পরিচালক সুরাইয়া আক্তার জাহান।
তিনি বলেন, “গ্রাম আদালত বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারব্যবস্থা। গ্রামের সাধারণ মানুষ এখান থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ন্যায়বিচার পাচ্ছেন। বিচারপ্রাপ্তির পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সরকার তা দূর করতে নিরলসভাবে কাজ করছে। গ্রাম আদালতকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হবে, যাতে এর সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মতিউর রহমান খান, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- (৩য় প্রকল্প)
ইউএনডিপি’র জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী,
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, এবং শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, জয়কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবুজ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, বাংলাদেশ বেতারের সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার এবং ইউপি সদস্য মো. লিটন মিয়া প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনগণবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।