সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
তরুণ ভোটারদের গুডবুকে আজমল হোসেন চৌধুরী, হতে পারেন নাসির চৌধুরীর বিকল্প শান্তিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত, আহত ১০ শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা মোস্তাক গাজীনগরীর কবর জিয়ারতে এডভোকেট ইয়াছিন খান — ন্যায়বিচারের লড়াইয়ে ঐক্যের আহ্বান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের জয়কলস ইউনিয়নের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও গণঅধিকার পরিষদের নেতা, থানায় অভিযোগ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত, আহত ১০

দৈনিক সুনামগঞ্জের দিনকাল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৯ সময়

রুয়েব আহমেদ, সুনাম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর অনুমান ৬টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।

নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭), স্বামী-আব্দুল্লাহ আল মামুন।আয়েশা সিদ্দিকা (১০), পিতা-আব্দুল্লাহ আল মামুন।

তারা উভয়েই রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)।

দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের ১১টি পরিবারের মোট ৪১ জন সদস্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিউটিতে থাকা এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। জয়কলস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
themesba-lates1749691102