
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালিটি শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা ইউএনও সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার এসআই নোবেল সরকার,জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী,ফায়ার সার্ভিসের প্রতিনিধি আলমগীর হোসেন। উপজেলা শিক্ষা সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস।
গাড়ি চালকদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াকিব মিয়া,শামসুল ইসলাম,জলাল মিয়া,শুকুর আলী সহ আরো অনেকে।
গনমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর, সাধারণ সম্পাদক নূরুল হক,অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব,নির্বাহী সদস্য মোঃ ইমরানুল হাসান প্রমূখ।