
রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বীরগাঁও গ্রামের পয়েন্টে উক্ত মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য এসএম রাবেদের পরিচালনায় ও বীরগাঁও গ্রামের প্রবীন বিএনপি নেতা হাজী জব্বার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন পলাশ, যুগ্ন আহবায়ক মো: রবিউল ইসলাম, যুবদল নেতা মুফাসসির আহমদ রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো: জামিল আহমদ, মো: আব্দুল ওয়াকিব, মো: লতিফ মিয়া,মুজাহিদ খাঁন, আব্দুল কাইয়ুম, মো: মিলন মিয়া, মোফাজ্জল হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সেলিম আহমদ,সৈয়দ আহমদ আলী,মুজিবুর রহমান,এজাদুল আহমদ,জুমার মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ, নঈমুর রহমান সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,আমি যদি সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয় ধানের শীষ পেয়ে নির্বাচিত হই তাহলে আমার প্রথম অগ্রাধিকার থাকবে শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের দূর্গম এলাকা যে সমস্ত এলাকায় এখনও রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়নি তা আগে নির্মাণ করে এ আসনকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করা। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশ্য করে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন। মানবিক মানুষ হয়ে জনগনের আস্তা অর্জণ করে সেবার মন মানসিকতা নিয়ে ভালবাসার মাধ্যমে জনগনের ভোট সংগ্রহের কাজ করুন।