 
																
								
                                    
									
                                 
							
							 
                    
রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বৈষম্যমূলক ও বিদ্বেষী স্লোগান উঠেছিল গ্যালারি থেকে। আর তাই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে কঠোর শাস্তিই দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা—আর্জেন্টিনার পরবর্তী হোম ম্যাচে এক পুরো গ্যালারি শুধুই শিশু ও এনজিওদের হাতে তুলে দেওয়া হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সেন্টেনারিও বাজা গ্যালারিতে বসবে বিভিন্ন ক্লাবের শিশু ও সেই সব সংগঠন যারা বৈষম্যবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সেন্টেনারিও আলতা গ্যালারিতে থাকবে একটি বিশাল ব্যানার—বার্তা একটাই: ফুটবলে বৈষম্যের কোনো জায়গা নেই।
বিবৃতিতে এএফএ আরও যোগ করে, ‘বর্ণবাদ, সমকামবিদ্বেষ, বিদেশি বিদ্বেষ কিংবা যে কোনো বৈষম্য—আধুনিক সমাজে এর কোনো স্থান নেই। আমরা ফুটবলপ্রেমী সবাই মিলে এমন একটি খেলার পরিবেশ চাই যেখানে ভালোবাসা আর সম্মানই হবে মূল শক্তি।’
এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও এমন বর্ণবাদী স্লোগান ওঠায় তদন্তে নামে ফিফা। তখন অবশ্য সীমিত দর্শকের শাস্তি থেকে রেহাই পেয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু কলম্বিয়ার ম্যাচে ফের একই কাণ্ড ঘটায় এবার আর ছাড় পায়নি স্কালোনির দল।
সবশেষে, আগামী ৪ সেপ্টেম্বর মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা এরই মধ্যে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট, আর ভেনেজুয়েলা লড়ছে তাদের প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ওঠার স্বপ্ন পূরণের জন্য।