রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববীরগাঁও ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি সরকারি সহায়তা হিসেবে ২০ বান্ডিল ঢেউটিন এবং শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। বুধবারে বিকালে বীরগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে সরেজিমন উপস্থিত হয়ে এ সরকারি সহায়তা প্রদান করেন তিনি। সরকারি সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ স্থানীয় গণমাধ্যমকর্মী শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও বিষয়ক সম্পাদক উসমানগনি সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের লোকজন সহ প্রমুখ।
ঢেউটিন ও শুকনো খাবার প্রদানকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ইউএনও মোহম্মদ শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ো উঠা কঠিন হবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পাশে দাড়ানোর সর্বোচ্ছ চেষ্টা করা হয়েছে।