রুয়েব আহমেদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত প্রায় ৮:৩০মিনিটের সময় ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় ব্রিজ সংলগ্ন মিরাস মাস্টার সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৮টি বসত ঘর পুড়ে ছাই। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী প্রচুর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিভাতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন: শুকুর আলী, এরশাদুল, সাহারুল, কামরুজ্জামাল,জাকির হোসেন, সেলিম আহমদ,ইসমাইল আলী, মনছব উল্লাহ।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। পরনের কাপড় ব্যতীত আর কিছু রইল না স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন