
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়াকে বহিষ্কার ও ৩ নম্বর ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে ইউনিয়নের গড়াকাটা কুতুব বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য গাজী মিয়া বলেন, “যারা গতকাল আমাদের কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে, তাদের মধ্যে আবুল কাসেম ও স্বপন জাহান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে। তারা আসলে আওয়ামী লীগের দোসর। আমরা এই মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা জানাই।”
কমিটির আরেক সদস্য শাহবুদ্দিন বলেন, “একটি কুচক্রী মহল আমাদের বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটি বাতিল ও আহ্বায়ক সুজন মিয়াকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। উক্ত কমিটি যাচাই–বাছাই করেই অনুমোদিত হয়েছে। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলী আমজাদ বলেন, “গতকাল যারা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক। দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব কর্মকাণ্ড ও মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।”
সভাপতি সায়েম মিয়া বলেন, “আমি ২০০১ সাল থেকে বিএনপির রাজনীতি করে আসছি। আমার বাবা-ও বিএনপির রাজনীতি করতেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ও ৩ নম্বর ওয়ার্ড কমিটি বাতিলের জন্য ষড়যন্ত্রমূলক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। যারা এসব অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল। যার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সেই স্বপন জাহান একজন ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজ। আমি এই ষড়যন্ত্র ও মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
প্রতিবাদ সমাবেশ শেষে কুতুব বাজার থেকে গড়াকাটা গ্রামের দক্ষিণ দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।